ক্যাম্পাস

শিক্ষার্থী সাজিদ স্মরণে ইবিতে ব্যতিক্রমী আয়োজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ স্মরণে স্মৃতিচারণ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে ক্যাম্পেইন করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ‘জাস্টিস ফর শহীদ সাজিদ আব্দুল্লাহ’ এর ব্যানারে একদল শিক্ষার্থী। 

এতে সাজিদের সহপাঠী, বন্ধুসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন এবং ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে লিখিত আকারে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থী তানভীর মণ্ডল স্মৃতিচারণ করে লেখেন, “ইনকিলাব সন্ধ্যা এবং এ বছর একুশে ফেব্রুয়ারিতে বাংলা মঞ্চে একসঙ্গে কাওয়ালি করেছিলাম। পুকুর পাড়ে, বিভিন্ন চায়ের দোকানে একসঙ্গে গানের আড্ডা দিয়েছি অনেক।”

আরেক শিক্ষার্থী লেখেন, “২০২১ সালে সর্বপ্রথম একসঙ্গে এ ক্যাম্পাসে এসেছিলাম। আজ সাজিদ ছাড়া একা একা ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে কষ্ট হচ্ছে।”

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করেন।

এর মধ্যে রয়েছে- ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত রাখতে হবে ও ২৪ ঘণ্টা শিক্ষার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে; প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে; সব হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের হলে অবস্থান বাধ্যতামূলক করতে হবে; ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপন ও গুরুত্বপূর্ণ স্থানে হ্যালোজেন বা হাই-পাওয়ার লাইট এবং সিসিটিভি বসাতে হবে।

তাদের অন্য প্রস্তাবনাগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে ইকসুর (ইবি কেন্দ্রীয় ছাত্র সংসদ) নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর অভিযোগ সেল গঠন করতে হবে এবং যেখানে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগের প্রতিকার নিশ্চিত করা হবে; প্রতিটি হলের প্রতিটি ব্লকে সিসি ক্যামেরা স্থাপন এবং শক্তিশালী ওয়াই-ফাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা এই প্রস্তাবনাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত বাস্তবায়নের দাবি জানানোর পাশাপাশি প্রয়াত বন্ধু সাজিদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান।

১৭ জুলাই বিকেল সাড়ে ৬টায় শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে উত্তাল ক্যাম্পাস।