সারা বাংলা

নাটোরে হাত-পা-মুখ বাঁধা ঝালমুড়ি বিক্রেতাকে উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের মাঝে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি পুলিশকে জানান।

উদ্ধার হওয়া ব্যক্তি নিজের নাম বাবু বলে জানিয়েছেন এবং তার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তার দাবি, তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত-পা-মুখ বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”