সারা বাংলা

মাগুরায় টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, ভোগান্তি 

ভারী বৃষ্টি হলেই পানি জমে। খানাখন্দে উপচে পড়ে বৃষ্টির পানি। এতে বিপাকে পড়ছে মাগুরা পৌরবাসী। যেখানে শহরের গুরুত্বপূর্ণ কার্যালয়ও জলাবদ্ধতা থেকে বাদ পড়ছে না।

 মাগুরায় সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে জেলা প্রশাসনের বিভিন্ন অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জেলা প্রশাসনের অফিসে সেবা নিতে আসা মানুষেরা বিপাকে পড়েছে। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুর্ভোগ পোহাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মাগুরা শহরের জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা যায়।  স্কুলের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই পানি মাড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পৌঁছাতে জুতা-মোজা ভিজে যাচ্ছে।

মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া জানান, বৃষ্টি হলে বিদ্যালয়ের সামনে পানি জমে যায়। সেখানে ছোট ছোট ইট দিয়ে রেখেছে। সেই ইটের উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে পড়ে যায়। এতে জুতা-মোজা, স্কুল ড্রেস ভিজে যায়।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢোকার পথ বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। বিভিন্ন প্রয়োজনে যারা প্রশাসকের কার্যালয়ে আসছেন, জলাবদ্ধতায় তাদের সমস্যা হচ্ছে। 

মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভা কাজ শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। দ্রুতই মাগুরা শহরের জলাবদ্ধতা কমে আসবে।

তিনি আরো বলেন, এ বছর বৃষ্টি বেশি হয়েছে। এতে শহরের ডিসি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং যে নিচু এলাকা রয়েছে, সেই এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কমে আসলে জলাবদ্ধতাও কমে আসবে বলে জানান জেলা প্রশাসক।