আন্তর্জাতিক

মিয়ানমারে জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা

মিয়ানমারে জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা। একইসঙ্গে ডিসেম্বরে নির্বাচনের পরিকল্পনা পুনরায় ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিরোধী দলগুলো এই নির্বাচন বয়কট করার প্রতিশ্রুতি দিয়েছে।পর্যবেক্ষকরা বলেছেন যে ,সামরিক বাহিনীর ক্ষমতা সুসংহত করার জন্য এই নির্বাচনকে ব্যবহার করা হবে।

সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা করে গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে। এর ফলে বহুমুখী গৃহযুদ্ধ শুরু হয় এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটায়।

বৃহস্পতিবার জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, “বহুদলীয় গণতন্ত্রের পথে দেশকে নির্বাচন অনুষ্ঠানের জন্য আজ জরুরি অবস্থা বাতিল করা হলো,” সাংবাদিকদের সাথে শেয়ার করা এক ভয়েস বার্তায় ।

মিন অং হ্লাইং বুধবার এক অনুষ্ঠানে বলেছেন, “আমরা ইতিমধ্যেই প্রথম অধ্যায়টি অতিক্রম করেছি। এখন, আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। আসন্ন নির্বাচন এই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সব যোগ্য ভোটারকে তাদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে।”

বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করছেন যে নির্বাচনের পরে মিন অং হ্লাইং রাষ্ট্রপতি অথবা সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে ভূমিকা রাখবেন এবং ক্ষমতা একীভূত করবেন। এর ফলে কার্যত শাসক হিসেবে তার মেয়াদ বৃদ্ধি পাবে।