অন্য দুনিয়া

ছবিটি দেখে মিলিয়ে নিন আপনি আবেগনির্ভর নাকি যুক্তিনির্ভর

যুক্তি এবং আবেগ মানুষের চিন্তার দুই দিক। এই দুইটি বৈশিষ্ট্যই সব মানুষেরই আছে। তবে কারও যুক্তি বেশি, আর কারও আবেগ বেশি। কেউ কেউতো বলে থাকেন আবেগই যুক্তি। চলুন এই ছবিটি দেখে মিলিয়ে নেওয়া যাক—আপনি মানুষ হিসেবে কেমন, আবেগনির্ভর, নাকি যুক্তিনির্ভর। কোনটি দ্বারা আপনি বেশি প্রভাবিত হন?

আপনি যদি আগে গাছ দেখেন ছবিটি দেখামাত্র যদি আপনার মনে হয় যে, একটি গাছ দেখলেন; তাহলে বুঝে নিতে পারেন কোনো কিছুই আপনার নজর এড়ায় না। আপনি হলেন সেই মানুষ, যার কাছে মানুষের আবেগ, আবেগগত অবস্থা গুরুত্ব পায়। আপনি মানুষ হিসেবে সহানুভূতিশীল।

আপনি যদি আগে দুটি মানুষ দেখেন ছবিটির দিকে তাকিয়ে প্রথমেই যদি দুইজন মানুষ দেখেন তাহলে বুঝে নিতে হবে আপনি বাস্তববাদী, যুক্তিনির্ভর। আর আপনার এই বৈশিষ্ট্যের কারণে মানুষের আবেগগত অবস্থার চেয়ে যুক্তিগত অবস্থার আপনার কাছে বেশি গুরুত্ব পায়।

উল্লেখ্য, অপটিক্যাল ইলিউশন পরীক্ষার মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া যায়। তবে সব ক্ষেত্রে তা সত্য নয়। সূত্র: ব্রাইট সাইড