সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক চাপায় আশা আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশা আক্তার পারপুগী গ্রামের আবু সাঈদের স্ত্রী। আহতরা হলেন- আশার শাশুড়ি জুলেখা বেগম (৬৫) ও তার মেয়ে রোজিনা আক্তার (৩৫)। বর্তমানে তারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ এলাকার মেসার্স আঁখি হাস্কি মিলের সামনে পীরগঞ্জ-ঠাকুরগাঁওগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।