পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে আরো ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এক নারী ও তার তিন সন্তানকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।
এছাড়া সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে পাঁচ নারীকে ঠেলে পাঠানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের আটকের পর পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।
একই দিন পপি নামের এক তরুণীকে বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পপি ভারতের শিলিগুড়িতে তার স্বামীর সঙ্গে বসবাস করতেন ও স্থানীয় একটি মন্দিরে কাজ করতেন।
সম্প্রতি তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে শিলিগুড়ি থানা পুলিশ। পরিচয় নিশ্চিতের পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম ও পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত দুই-তিন মাসে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ১৫৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।