আন্তর্জাতিক

ট্রাম্পের ঘোষণার পরে ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারের দরপতন

ভারতের রপ্তানি পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের পরে শেয়ারবাজারে ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারের দরপতন ঘটেছে। শুক্রবার ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারের দর ৭ শতাংশ পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের উপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাং করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে গুরুত্বপূর্ণ এই বাজারে ভারতীয় রপ্তানিকারকদের উপর চাপ বেড়েছে।

শুক্রবার গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ৩.১ শতাংশ কমে ৮২৪ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে, পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৭.২ শতাংশ কমে ১ হাজার ৩৮০ দশমিক ০৫ রুপিতে দাঁড়িয়েছে। অরবিন্দ লিমিটেডের শেয়ারের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৩১০ দশমিক ৪০ রুপিতে দাঁড়িয়েছে এবং ওয়েলস্পান লিভিংয়ের শেয়ারের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১২৩ দশমিক ৮০ রুপিতে দাঁড়িয়েছে।

ভারতীয় তৈরি পোশাক রপ্তানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাজার। মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে ভারত চতুর্থ স্থানে রয়েছে।

এক বিবৃতিতে পোশাক রপ্তানি উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান সুধীর শেখরি বলেছেন, “এই বিশাল ধাক্কা কাটিয়ে ওঠার জন্য আমরা অবিলম্বে সরকারের হস্তক্ষেপের অনুরোধ করছি। রপ্তানিকারকদের পিঠ ঠেকে গেছে এবং তাদের কারখানা চালু রাখতে এবং ব্যাপক ছাঁটাই এড়াতে কম দামে পণ্য বিক্রি করতে হবে।”