ঘোষণা করা হয়েছে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে শুরু হয় পুরস্কার ঘোষণা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। ফিচার ও নন-ফিচার—দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এবার সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। শাহরুখ খান অভিনয় গুণে মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও এটিই তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর মধ্য দিয়ে ৩৩ বছরের অধরা স্বপ্নপূরণ হলো—
এক নজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা— সেরা ফিচার ফিল্ম: টুয়েলভথ ফেল সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল) সেরা অভিনেত্রী: রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পার্শ্ব অভিনেতা: বিজয়রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই (পার্কিং) সেরা পার্শ্ব অভিনেত্রী: উর্বশী রাউতেলা (উল্লোজুক্কু), জানকি বোদিওয়ালা (ভাস)
সেরা পরিচালক: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি) সেরা বিনোদনমূলক সিনেমা: রকি আউর রানি কি প্রেম কাহানি
সেরা হিন্দি সিনেমা: কাঠাল সেরা বাংলা সিনেমা: ডীপ ফ্রিজ (অর্জুন দত্ত) সেরা তেলুগু সিনেমা: ভগবান্ত কেসারি সের তামিল সিনেমা: পার্কিং সেরা কন্নড় সিনেমা: কান্দিল: দ্য রে অব হোপ সেরা মালায়ালাম সিনেমা: উল্লোজুক্কু সেরা ওড়িশা সিনেমা: পুশকারা সেরা পাঞ্জাবি সিনেমা: গডডে গডডে চা সেরা মারাঠি সিনেমা: শ্যামচি আই বেস্ট
সেরা সংগীত পরিচালক: প্রাণিল দেশাই সেরা প্লেব্যাক গায়ক: রোহিত (প্রেমিস্তুন্না, বেবি) সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (চালিয়া, জওয়ান), সেরা চিত্রনাট্য: সাই রাজেশ (বেবি), রামকুমার বালাকৃষ্ণান (পার্কিং)