লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দীর্ঘদিন ধরে কর্মরত ৩২ জন নিরাপত্তাকর্মীকে অপসারণের চেষ্টার প্রতিবাদে শনিবার (২ আগস্ট) সকালে মানববন্ধন করা হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকে।
এ দিন সকাল সাড়ে ১১টায় স্থলবন্দরের প্রধানগেট বন্ধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে নিরাপত্তাকর্মীরা। আকস্মিক এই কর্মসূচির ফলে বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম থমকে যায়, যা ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
বন্দরের নিরাপত্তাকর্মীরা জানান, বুড়িমারী স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকে দিনে ২৪ ঘণ্টা বন্দরের ব্যবসায়িক কার্যক্রম, ইয়ার্ডে/মাঠে রাখা পণ্য ও গাড়ির নিরাপত্তার জন্য বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া হয়। তারা তিন শিফটে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে থাকেন।
তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড বন্দরের নিরাপত্তার দায়িত্ব পাওয়ার পর পূর্বের অভিজ্ঞ নিরাপত্তাকর্মীদের বাদ দিয়ে দালালের মাধ্যমে টাকা নিয়ে ৩২ জন নতুন নিরাপত্তাকর্মীকে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, সাধারণত যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তার কাজটি পায়, তারা স্থলবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সব কর্মীকে পরিবর্তন করে না। পূর্বে এমন ঘটনা ঘটেনি। এবার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড বন্দর কর্তৃপক্ষের কারো সঙ্গে কথা না বলে রাতারাতি সব নিরাপত্তাকর্মীকে পরিবর্তন করতে চেয়েছে, যা অপ্রত্যাশিত।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান জানান, স্থলবন্দরের নিরাপত্তার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা কাজ করে থাকেন। কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই হঠাৎ করে সব কর্মীকে পরিবর্তন করার সিদ্ধান্ত অপ্রত্যাশিত।
বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে জানান।