সারা বাংলা

কু‌ড়িগ্রা‌মে পুকুরে ডুবে শিশুর মুত্যু

কুড়িগ্রামের রাজারহাটে চৈতি রানী নামে দেড়বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডু‌বে মারা গেছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দি‌কে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে ঘটনাটি ঘ‌টে। সে একই গ্রা‌মের শংকর কর্মকারের মেয়ে।  

ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য ইছাহক আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, আজ বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় চৈতি রানী। এসময় সে পুকুরে পড়ে পানিতে ডু‌বে যায়। স্বজনরা  বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে পুকুর থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রেন স্বজন ও প্রতিবেশিরা।