আন্তর্জাতিক

জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু

জাপানের রাজধানী টোকিওর কাছে পয়ঃনিষ্কাশন পাইপ পরীক্ষা করার সময় একটি ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) স্থানীয়  পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

এনএইচকে জানিয়েছে, শনিবার (২ আগস্ট) টোকিওর উত্তরে অবস্থিত সাইতামা প্রদেশের গিয়োদা শহরে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি পয়ঃনিষ্কাশন পাইপ পরীক্ষা করার সময় একজন শ্রমিক ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরো তিন শ্রমিক প্রাণ হারান। এই শ্রমিকদের সকলেই বয়স পঞ্চাশের কাছাকাছি।

নগর কর্মকর্তারা জানিয়েছেন যে, চলতি বছরের জানুয়ারিতে ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন পাইপের কারণে বিশাল একটি রাস্তা ধসে পড়ার পর কেন্দ্রীয় সরকার পৌরসভাগুলোকে জরুরি পরিদর্শনের নির্দেশ দিয়েছিল। শনিবার শ্রমিকরা সেই কাজ করতে গিয়েই ম্যানহোলে পড়ে যান।

পরিদর্শনের সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন, প্রয়োজনে পাইপ থেকে দূষিত পনি ও কাদা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশের মতে, ম্যানহোলটি ৬০ সেমি (২৪ ইঞ্চি) ব্যাস এবং ১০ মিটার (৩৩ ফুট) এরও বেশি গভীর।

দমকল বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ম্যানহোল থেকে বেরিয়ে আসা উচ্চ ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করেছেন। তবে শহরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ম্যানহোলে পড়ার কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে গিয়োদা শহরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অজানা, তাই এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।”

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চার শ্রমিককে ম্যানহোল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত বলে ঘোষণা করে।