সারা বাংলা

বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান শক্তি ছিল বিচার বিভাগ: মাহমুদুর রহমান

বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি আমলাতন্ত্র ছিল না, ছিল বিচার বিভাগ বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বিষয়টিকে ‘ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম’ বলে জানিয়েছেন। 

রবিবার (৩ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের সেমিনার কক্ষে ‘শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাপলা চত্বরের ঘটনা বর্ণনা করতে গিয়ে মাহমুদুর রহমান বলেন, “শাপলা হত্যাকাণ্ডে আরেক ধরনের পাবলিক এনিমি তৈরি করা হয়েছিল। যাদেরকে বলা হলো মৌলবাদী। অর্থাৎ মৌলবাদী ও জঙ্গি হলে তাদের জেনোসাইড করা জায়েজ, আইনসিদ্ধ। পাবলিক এনিমি রাষ্ট্রের জন্য ক্ষতিকর এই বয়ান তৈরি করে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল।”

আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- কলেজের সহকারী অধ্যাপক সফিক ইসলাম, জগলুল আসাদ, আব্দুল মান্নান ও গণঅভ্যুত্থানে আহত ওই কলেজের শিক্ষার্থী ইউনুস হোসাইন।