সারা বাংলা

দুপুরে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হবে

কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি খুলে দেওয়া হবে।

রবিবার (৩ আগস্ট) কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা রবিবার সন্ধ্যা ৬টার দিকে ১০৭ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে সোমবার দুপুর ৩টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে ৯ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।

বার্তায় আরো জানা যায়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।