খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন রুট, ছুঁলেন অনন্য মাইলফলক

ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট আবারও প্রমাণ করলেন কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার হিসেবে ছুঁলেন ৬ হাজার রানের বিরল মাইলফলক।

ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই রেকর্ড গড়েন রুট। মাত্র ২৫ রানের দরকার ছিল এই মাইলফলক স্পর্শ করতে। মোহাম্মদ সিরাজের একটি ডেলিভারিকে বাউন্ডারিতে পরিণত করে ২৮ রানে পৌঁছেই ইতিহাস গড়েন ইংলিশ তারকা।

ডব্লিউটিসির ৬৯টি ম্যাচ খেলে এই অসাধারণ অর্জনে পৌঁছেছেন রুট। এই প্রতিযোগিতায় এতদিন কেউ ৫ হাজার রানও করতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ করেছেন ৪ হাজার ২৭৮ রান, যেখানে তার ম্যাচ সংখ্যা ৫৫টি। তৃতীয় অবস্থানে থাকা মারনাস ল্যাবুশেনের রান ৪ হাজার ২২৫, আর ম্যাচ সংখ্যা ৫৩টি।

তালিকার চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকস (৫৭ ম্যাচে ৩৬১৬ রান) এবং পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড (৫২ ম্যাচে ৩৩০০ রান)।

এদিকে চলতি সিরিজে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন রুট। কিছুদিন আগেই তিনি টেস্ট ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে ছাড়িয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

জো রুটের এই অসাধারণ পারফরম্যান্স কেবল ইংল্যান্ডের জন্যই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসের পাতায়ও যোগ করলো এক নতুন অধ্যায়।