জাতীয়

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র

উপস্থাপিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

বাসস লিখেছে, সোমবার (৪ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।

২০২৪ সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়। সেই অভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি অগ্রভাবে উচ্চারিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার হিসেবে জুলাই ঘোষণাপত্র জারির দাবি রয়েছে ছাত্র-জনতার পক্ষ থেকে। এ বিষয়ে সরকারের ইচ্ছাও পরিষ্কার। তবে ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মতপার্থক্য ছিল; যা কাটিয়ে ওঠার কথা বলেছে অন্তর্বর্তী সরকার। এখন ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপনের অপেক্ষা।