বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন শেখ হাসিনা। ঐতিহাসিক এ ঘটনার বর্ষপূর্তিতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) শহীদদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে সারা দেশে পালন করা হচ্ছে গণঅভ্যুত্থান দিবস। রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন বিস্তারিত।
খুলনা: দিবসটি উপলক্ষে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট ও পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধ জানান।
জুলাই-শহীদদের জন্য বাদ জোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তাসহ খুলনা শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায়: ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সংগঠনগুলো দিবসটি উপলক্ষে গণমিছিল করেছে। দুপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-জনতার অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে মিছিল বের হয়। সেটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
সাভার: স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পৃথকভাবে বিজয় শোভাযাত্রা ও র্যালি করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল।
বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় একটি বিজয় শোভাযাত্রা। পরে ধামরাই থানা রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
এর আগে, ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকা থেকে পৃথক বিজয় র্যালি বের করে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশনায় আয়োজিত এ র্যালি ধামরাই থানা রোডে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জ: গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, বিজয় র্যালি, গণমিছিলসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গণঅভ্যুথান দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শহীদ মঈনুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এরপর একযোগে সদর উপজেলা কাঠি ইউনিয়নের জিল্লুর শেখ, কোটালীপাড়া উপজেলার শোয়া গ্রামের রথিন বিশ্বাস, মুকসুদপুর উপজেলার গঙ্গারাপুর গ্রামের বাবু মোল্লা, ছোট বনগ্রাম গ্রামের আরাফাত মুন্সি, গোপ্তারগাতী গ্রামের মুজাহিদ ও ডিগ্রীকান্দি গ্রামের সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে জেলা শহরের সদর উপজেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করা হয়। বাংলাদেশ জামায়েত ইসলামী দুপুরে জেলা শহরের স্থানীয় আলিয়া মাদরাসার সামনে থেকে গণমিছিল বের করে।
টাঙ্গাইল: টাঙ্গাইলে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার ৯জন শহীদের কবরে শ্রদ্ধা জানানো হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলনের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আলামিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি।
যশোর: সকালে দিবসের শুরুতে বকুল তলায় স্থাপিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দেওয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে পরে বর্ণাঢ্য বিজয় র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী র্যালি বের করে।
নড়াইল: নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ রবিউল ইসলাম ও শহীদ সালাউদ্দিনের সুমনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা বিএনপির সাধারণ সস্পাদক মনিরুল ইসলাম।
কুষ্টিয়া: জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুষ্টিয়ায় ছয় শতাধিক জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে চেক ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্মিলন অনুষ্ঠিত হয়। দুপুরে শহরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
শেরপুর এ জেলার পাঁচটি উপজেলায় গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। সকালে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বাগেরহাট বাগেরহাটে এ দিবস উপেলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। সকাল ১১টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। সভায় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা পরিবেশন করা হয়।
পঞ্চগড় পঞ্চগড়ে পাঁচ শহীদের নাম ও ছবিসম্বলিত নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, জুলাই যোদ্ধা অ্যাসোসিয়েশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
কিশোরগঞ্জ কিশোরগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। সকাল ৯টায় সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নে মহিষেরবের গ্রামে শহীদ সোহেল রানার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
দিনাজপুর সকাল ৯ টায় দিনাজপুর সদরের ফাজিলপুর ইউনিয়নের বিশু পাই তেলিপাড়া গ্রামে শহীদ রবিউল ইসলাম রাহুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক ওসমান গনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় সংগঠন।
রাজশাহী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় স্থাপিত এ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে সঙ্গে নিয়ে প্রথমে এতে শ্রদ্ধা জানান গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া সাধারণ শিক্ষার্থী, আহত জুলাইযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।
জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রাম্যণ্যচিত্র প্রদর্শন করা হয়। করা হয় দোয়া মাহফিল।