অর্থনীতি

ফনিক্স ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ফনিক্স ফাইন্যান্সের এজিএম ১১ আগস্টের পরিবর্তে ২১ আগস্ট বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪৮.৭৩) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৪২.৫২) টাকা।

সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০.২৮ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১.৫৬ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) ছিল ৮২.০১ টাকা।