মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ জুলাই) দুপুরে পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার আজিজ মুন্সীর ছেলে লিখন মুন্সী, সোহাগ মুন্সী ও মিলন মুন্সী। এর মধ্যে, লিখন ও সোহাগকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ভাই মিলন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই বিপ্লব উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে একটি বিজয় মিছিল বের হয়। এতে অংশ নেন লিখন মুন্সীসহ তার চার ভাই। হঠাৎ পেছন থেকে লিখনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। কুপিয়ে জখম করা হয় তাকে।
এ সময় তাকে বাঁচাতে সোহাগ ও মিলন এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তিন ভাইকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’’