সারা বাংলা

কুষ্টিয়ায় ট্রেনের নিচে কিশোরের ঝাঁপ

কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে সিয়াম নামে ১৭ বছর বয়সী এক কিশোর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয় সিয়াম। 

সিয়াম খাজানগরের আদেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, প্রেম করে ছয় মাস আগে বিয়ে করেছিল সিয়াম। তবে, পরিবারের অসম্মতি ও সম্পর্কে টানাপোড়েনে সম্প্রতি তাদের বিচ্ছেদ ঘটে। বিবাহবিচ্ছেদের এক দিন পরেই আজ বৃহস্পতিবার ট্রেনের নিচে ঝাঁপ দেয় সে। 

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।