সারা বাংলা

ধলাই নদে বাল্কহেড ডুবি: নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ধলাই নদে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদে স্রোতের টানে বালুবাহী বাল্কহেডটি ডুবে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন দুই জন।

নিহত দুই শ্রমিক হলেন- জেলার পূর্বধলা উপজেলার জিয়া (২০) ও মারুফ (২৪)। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বাল্কহেড ডুবির খবর পেয়ে মঙ্গলবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা চালায়। পরে ধোবাউড়া ফায়ার সার্ভিসের আরেকটি দল উদ্ধারকাজে যোগ দেয়। পরে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে থাকা বালু ড্রেজার দিয়ে সরানো হলে দুইজনের লাশ পাওয়া যায়।’’