ভালোবেসে বিয়ে করেছিলেন। সুখে, শান্তিতে ঘর করছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই সংসারে অশান্তি শুরু হয়। কেননা, স্ত্রী আবার অন্য একজনের প্রেমে মজেছেন। শুধু তাই না, নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার জন্য ছেড়ে গেছেন সাজানো-গোছানো সংসার। রেগে স্বামী জীবিত স্ত্রীর পিণ্ডদান করলেন। শুধু পিণ্ডদান করেই থামেননি, শ্রাদ্ধও করেছেন।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে।
স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনা সদস্য নরেন নায়ক। ধলতিলা এলাকার বাসিন্দা সুমিতা সরকারকে ভালোবেসে বিয়ে করেছিলেন।
নরেন নায়কের অভিযোগ, ‘‘স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই নিয়ে দুইজনের মধ্যে ঝগড়াও হয়। একদিন হঠাৎ সুমিতা নিখোঁজ হয়ে যান।’’
নরেন নায়ক বিভিন্ন জায়গায় স্ত্রীর খোঁজ করেছিলেন। তিনি জানতে পারেন, স্ত্রী অন্যত্র ঘর বেঁধেছেন। এরপরই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন তিনি।
সিদ্ধান্ত অনুযায়ী, স্ত্রীর শ্রাদ্ধের আয়োজন হয়। পুরোহিত ডেকে, স্ত্রীর ছবি সামনে রেখে মন্ত্র পড়ে চললো শ্রাদ্ধানুষ্ঠান। যজ্ঞ করে জীবিত স্ত্রীর পিণ্ডও দান করেন নরেন। শ্রাদ্ধের কাজের জন্য মাথাও মুড়িয়েছেন তিনি।
প্রশ্ন হচ্ছে, এমন কেন করলেন তিনি? নরেন নায়ক বলেন, “আমার কাছে আমার স্ত্রী মৃত। যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এবং অন্য কারও সঙ্গে ঘর বেঁধেছেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক অবশিষ্ট নাই। তাই ধর্মমতে বিদায় জানালাম।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে, প্রশ্ন তুলছেন ‘‘এমনভাবে কি জীবিত মানুষের শ্রাদ্ধ করা সম্ভব? ’’