উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কাপ্তাই হ্রদ এলাকায় বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট আরো ছয় ইঞ্চি বাড়িয়ে সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় গেট সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া, বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরো ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, ‘‘হ্রদের পানি ১০৮ এমএসএল (মিনস সি লেভেল) অতিক্রম করার পর গেট তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। কিন্তু, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় হ্রদের পানির স্তর বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৮৩ এমএসএল। পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএলের কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেট সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।’’
এদিকে, বাঁধের গেট খুলে দেয়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এর ফলে, সকাল ৬টা হতে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।