আন্তর্জাতিক

জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন না পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিনের সহযোগী ইউরি উশাকভ এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রেমলিন জানিয়েছে, আগামী সপ্তাহে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের পরিকল্পনা চলছে - তবে রাশিয়ান নেতা মার্কিন প্রেসিডেন্ট এবং ইউক্রেনীয় নেতার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন না। 

বুধবার পুতিন ক্রেমলিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করেছিলেন। ওয়াশিংটন থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন প্রথমে ট্রাম্পের সাথে এবং তারপরে ত্রিপক্ষীয় আলোচনায় সম্মত হয়েছেন।

তবে বৃহস্পতিবার সকালে পুতিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ান প্রেসিডেন্ট এতে রাজি হননি। 

তিনি বলেছেন, “আমরা প্রথমে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতির উপর মনোনিবেশ করার প্রস্তাব করছি ... ত্রিপক্ষীয় বৈঠকের কথা বলতে গেলে, যা কোনো কারণে ওয়াশিংটন গতকাল কথা বলছিল, এটি ক্রেমলিনে বৈঠকের সময় আমেরিকান পক্ষের উল্লেখ করা কিছু ছিল।”

তিনি বলেন, “কিন্তু এই বিষয়ে আলোচনা হয়নি। রাশিয়ান পক্ষ কোনো মন্তব্য না করেই এই বিকল্পটি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে।”