সারা বাংলা

সাড়ে তিন ফুট গেট খোলার পর কমল কাপ্তাই হ্রদের পানি

সাড়ে তিন ফুট গেট খুলে দেওয়ার পর কাপ্তাই লেকের পানি কমেছে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে এক লাখ কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলী নদীতে। গেট খোলার প্রায় তিন দিন পর গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত থেকে পানি কমতে শুরু করেছে। 

শুক্রবার (৮ আগস্ট) সকাল দশটা পর্যন্ত হ্রদে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১০৮.৭০ এমএসএল। এর আগে গতকাল সন্ধ্যায় হ্রদের পানি ১০৮.৮৩ এমএসএলে চলে এলে কাপ্তাই বাঁধের গেট পঞ্চম দফায় ছয় ইঞ্চি বাড়িয়ে সাড়ে তিন ফুট উচ্চতায় খুলে দেওয়া হয়। 

বর্তমানে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিট চালু রেখে আরো ৩২ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে নদীতে। এতে প্রতি সেকেন্ডে এক লাখ কিউসেক পানি কর্ণফুলীতে নিষ্কাশন হচ্ছে। ফলে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে গেছে। এতে গতকাল সকাল থেকে আজ শুক্রবারও বন্ধ রয়েছে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, “হ্রদের পানি ১০৮ এমএসএল (মিনসসি লেভেল) অতিক্রম করার পর বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় তিন ফুট পর্যন্ত গেট খুলে দেওয়া হয়। এর পরও পানি বৃদ্ধি অব্যাহত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হ্রদের পানির স্তর বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৮৩ এমএসএল। পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএলের একেবারেই কাছাকাছি চলে আসায় ঝুঁকি এড়াতে গেট সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়। এরপর এই প্রথম কিছুটা পানি কমে এসেছে। বর্তমানে হ্রদে পানির স্তর ১০৮.৭০ এমএসএল। এখনো পানির স্তর বিপৎসীমায় রয়েছে।”