রাজনীতি

গাজীপুরে সাংবাদিক খুনের ঘটনা প্রমাণ করে দেশ চাঁদাবাজদের কবলে: ইসলামী আন্দোলন

ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ চাঁদাবাজ সন্ত্রাসীদের কবলে চলে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (৮ আগস্ট) নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজার আগে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর বলেন, “তুহিন ভাইকে যে নির্মমতায় হত্যা করা হয়েছে তাতে আমরা স্তম্ভিত। জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশেও এরকম নৃশংসতা দেখতে হবে তা কল্পনাও করা যায় না। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।”

সাংবাদিক নিহতের ঘটনায় গাজীপুরের পুলিশ প্রশাসন ব্যর্থ দাবি করে তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী ও তাদের পেছনে থাকা রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে হবে। না হলে গাজীপুরের পুরো প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।”

চাঁদাবাজদের দৌরাত্ম্য এই মাত্রায় পৌঁছানোর পেছনে দেশের রাজনৈতিক সংস্কৃতির দায় রয়েছে মন্তব্য করে আতাউর বলেন,  “জুলাইয়ের পরে এই সংস্কৃতি শুদ্ধ হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস আরো বেড়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে জুলাইয়ের রক্ত বৃথা যাবে। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাতে হবে।”

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজা হয়। এতে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি গাজীপুরের এই আসন থেকে দলের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী।