চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৮৪৪ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। মোট ৭৫ হাজার ৮৭৭টি খাতা চ্যালেঞ্জ করেন। ৮৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৯০ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। যা ফল পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন। এ বোর্ডে জিপিএ ৫ পায় ৯ হাজার ৯০২ জন। যা পুনঃনিরীক্ষণের পর বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৬৯ জনে।
ফলাফল পুনঃনিরীক্ষণের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পুনঃনিরীক্ষণের যতগুলো আবেদন পড়েছে, গুরুত্বের সঙ্গে সবগুলো খাতা পুনরায় নিরীক্ষা করা হয়েছে। যাদের ফলাফল পরিবর্তনযোগ্য মনে হয়েছে, সেগুলো করা হয়েছে।