সারা বাংলা

শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকায় নাম না থাকায় বঞ্চিতদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় জুলাই যোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে বঞ্চিতরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি করে, দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।

পরে শ্রীপুর থানা পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা সমাধানের আশ্বাস দেয়। আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের একজন নিলয় মৃধা জানান, শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকা ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়েছে। তালিকায় অনেককেই ইচ্ছামতো অন্তর্ভুক্ত হয়েছে। অথচ প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম বাদ পড়েছে। পাশাপাশি আন্দোলনে না গিয়েও যাদের পুলিশ হেফাজতে নিয়েছিলেন, তাদের নামও তালিকায় আছে।

তিনি দাবি করেন, তালিকায় থাকা ৪২ জনের নাম যাচাই-বাছাই করে ভূয়া নাম বাদ দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হোক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “জুলাই যোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমাধানের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এজন্য যান চলাচল স্বাভাবিক হয়েছে।”