বগুড়ার শিবগঞ্জে পাটখেত থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের পাকুরতলা এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘খেতের মালিক মাঠে পাট কাটতে গিয়ে পচা গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি একটি কঙ্কালটি দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।’’
কঙ্কালটি একজন নারীর। ধারণা করা হচ্ছে, দুই-তিন মাসে আগে তার মৃত্যু হয়েছে বলে জানান ওসি।