সারা বাংলা

পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

দেশের ৬টি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কিছু কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভের মুখে চট্টগ্রামের পটিয়ায় অন্তত ১০টি ব্যাংকের কার্যক্রম ছয় ঘণ্টা বন্ধ ছিল। রবিবার (১০ আগস্ট) সকাল থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা উপজেলার বিভিন্ন ব্যাংকের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সাত হাজারের মতো কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের অধিকাংশই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। চাকরিচ্যুতরা বেশ কিছুদিন ধরে চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর অংশ হিসেবে আজ পটিয়ার বিক্ষোভ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় ব্যাংক খোলার পূর্বে চাকরিচ্যুত ছয় ব্যাংকের কিছু কর্মকর্তা-কর্মচারী পটিয়ায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখার ফটক ও এটিএম বুথের সামনে অবস্থান নেন। এ সময় তারা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং তাদের চাকরি ফিরে পাওয়ার দাবি জানান। বিক্ষোভ ও ব্যাংকের সামনে অবস্থানের কারণে অন্তত ১০টি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জনতা ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেন, ‘‘শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় আজ গ্রাহকের চাপ বেশি। কার্যক্রম বন্ধ থাকায় অনেক গ্রাহক সেবা না পেয়ে ফিরে গেছে।’’

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’’