মিরপুরের পল্লবী এলাকায় পিকআপের ধাক্কায় মোহাম্মদ ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১টার দিকে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সুমন মোল্লা জানান, ইমন মিরপুরের বাসা থেকে পল্লবী এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি পিকআপ তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ইমন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।