খেলাধুলা

ব্রেভিস-করবিন-কিয়েনায় দ. আফ্রিকার জয়

প্রথম ম্যাচে টিম ডেভিড দাপট দেখিয়ে জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দ্বিতীয় ম্যাচ ডেওয়াল্ড ব্রেভিস দাপট দেখিয়ে জেতালেন দক্ষিণ আফ্রিকাকে। তার সঙ্গে বল হাতে অবদান রাখলেন কিয়েনা মাফাকা ও করবিন বশ।

ব্রেভিসের অপরাজিত ১২৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে প্রোটিয়ারা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৮ রান করে। জবাব দিতে নেমে মাফাকা ও করবিনের বোলিং তোপে ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় অজিরা। ৫৩ রানের জয়ে সিরিজে ফেরে সমতা।

রান তাড়া করতে নেমে ১৬ রানেই ট্র্যাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৫ রান করে ফেরেন তিনি। ২৯ রানের মাথায় ক্যামেরন গ্রিন ফিলেন ৯ রান করে। এরপর মিচেল মার্শ ও টিম ডেভিডের ব্যাটে লড়াইয়ে ছিল অজিরা। ৭ ওভারে তোলে ৭৭ রান। কিন্তু অষ্টম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ২২ রানে ফিরেন মার্শ। এরপর ১০৪ রানের মাথায় টিম ডেভিড ২৪ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। সেখান থেকে পিছিয়ে যেতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় তারা।

বল হাতে মাফাকা ৪ ওভারে ৫৭ রানে ৩টি উইকেট নেন। আর করবিন ৩ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট।

তার আগে ব্রেভিসের রেকর্ড গড়া অপরাজিত ১২৫ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২১৮ রানের সংগ্রহ পায়। ব্রেভিস ৪১ বলে সেঞ্চুরি করেন। যা প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় দ্রুততম। আর ৫৬ বলে ১২টি চার ও ৮ ছক্কায় ১২৫ রান হলো প্রোটিয়াদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া দক্ষিণ আফ্রিকান সবচেয়ে কম বয়সী (২২ বছর) ক্রিকেটার হিসেবেও সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

ব্রেভিস ছাড়া ট্রিস্টান স্টাবস করেন ৩১ রান। আর এইডেন মার্করাম ১৮ ও রায়ান রিকেলটন করেন ১৪ রান। অনবদ্য সেঞ্চুরি ও দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন ব্রেভিস।

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।