সারা বাংলা

শায়েস্তাগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আউয়াল মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে ‍পুলিশ। গত সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ। 

গ্রেপ্তার আউয়াল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের সামছু মিয়া ওরফে ছমছুর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে মো. আউয়াল মিয়া গ্রেপ্তার হন। তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।