গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাহাদ মোল্যা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কুসুমদিয়া উত্তরপাড়া গ্রামে তার মৃত্যু হয়।
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। নিহত শিশু রাহাদ মোল্যা কুসুমদিয়া উত্তরপাড়া গ্রামের আসলাম মোল্যার ছেলে।
ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম জানান, রাহাদ বাড়িতে ছিল। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে তাকে বাড়ির পাশের পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।