অর্থনীতি

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৩ আগস্ট) এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.১৪ টাকা। আগের হিসাববছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) ছিল ০.৬৪ টাকা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯.৫১ টাকা।

এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।