ফরিদপুরের কানাইপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের কানাইপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রঞ্জিত ও আতিয়ার নামের দুই জন পুরুষ এবং এক অজ্ঞাত এক নারী। এছাড়া, দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের করিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ চৌধুরী জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ডিডি পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি বাস জব্দ করেছে।