শরীয়তপুরে প্রায় ছয় লাখ টাকা মূল্যের তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পলিথিন পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৭টার দিকে সদর উপজেলার প্রেমতলার মোড়ে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এই পলিথিন জব্দ হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারের আদেশ অমান্য করে শরীয়তপুর সদর উপজেলায় নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন ধরে পরিবহন করে আসছিল একটি চক্র। আজ সকাল ৭টার দিকে প্রেমতলা মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যের তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ হয়। পলিথিন পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকের মালিককে এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল প্রেমতলা মোড়ে যৌথ অভিযান চালিয়ে তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। ট্রাকের মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ পলিথিন ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”