নাটোরে কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন এক রোগী। তার নাম অসীম সরদার (৩৫)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে আসেন তিনি।
অসীম সরদার জেলার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে।
অসীম সরদারের পরিবারের লোকজন জানান, সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে অসীম সরদার ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে দ্রুত পাশের একটি গর্তে ঢুকে যায়। এসময় অসীম ডাক-চিৎকার করলে পরিবারের লোকজন এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা।
সঠিক চিকিৎসা ও প্রজাতি শনাক্তে সহায়তার জন্য সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন বলে জানান স্বজনেরা।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুব রহমান বলেন, ‘‘রোগীকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তিনি সুস্থ আছেন।’’