সারা বাংলা

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না গৌরাঙ্গেঁর

ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফেরা হলো না গৌরাঙ্গেঁর। মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে গাজীপুর কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে কালিয়াকৈর- মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মানিকগঞ্জ সদরের স্বল্প নন্দপুর গ্রামের তুষ্ট চরণ মন্ডলের ছেলে গৌরাঙ্গঁ চন্দ্র মন্ডল (৫১)। তিনি শ্রীপুর উপজেলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ছুটি শেষে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন গৌরাঙ্গঁ। উপজেলার বড়চালা এলাকায় পৌঁছলে সামনের দিকে থেকে আসা অজ্ঞাতনামা একটি পিকাপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুরুজ বলেন, “ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”