দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেও প্রত্যাশিত সূচনা হলো না সাকিব আল হাসানের। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর ইংল্যান্ডে এক সপ্তাহের প্রস্তুতি নিয়েও তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট ও বলে ছিলেন নিষ্প্রভ।
ওয়ার্নার পার্কে উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে অ্যান্টিগা। টস হেরে আগে ব্যাট করে দলটি গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কারিমা গোরে একাই করেন দলের অর্ধেকের বেশি রান, ৩৪ বলে ৬১। বাকিদের মধ্যে কেউ ১২ রানের বেশি করতে পারেননি।
ছয়ে নেমে সাকিব খেলেন ১৬ বল, করেন মাত্র ১১ রান, কোনো বাউন্ডারি ছাড়াই। টাইমিংয়ে ভুগে শেষ পর্যন্ত ছক্কার চেষ্টায় ওয়াকার সালামখেইলের হাতে ক্যাচ দেন লং-অফে। বল হাতে পান মাত্র এক ওভার, দেন ৬ রান, পাননি কোনো উইকেট।
অ্যান্টিগার বিপর্যয়ে শুরুটা হয় নবাগত জুয়েল অ্যান্ড্রুর প্রথম ওভারে উইকেট হারিয়ে। এরপর রাকিম কর্নওয়াল, বেভন জ্যাকবস, ফ্যাবিয়ান অ্যালেন দ্রুত ফেরেন সাজঘরে। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ওডিন স্মিথও দলের হাল ধরতে ব্যর্থ হন।
বোলিংয়ে আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সালামখেইল ছিলেন অনবদ্য। ৪ উইকেট নেন মাত্র ২২ রানে। ফাজল হক ফারুকি ও নাসিম শাহ নেন ২টি করে উইকেট।
রান তাড়ায় সেন্ট কিটসকে খুব একটা কষ্ট করতে হয়নি। এভিন লুইস ঝড় তোলেন ১৩ বলে ২৫ রান করে। যদিও রাইলি রুশো শূন্য এবং কাইল মেয়ার্স ১৫ রানে ফিরেন। এরপর আলিক আথানেজের অপরাজিত ৩৭ ও জেসন হোল্ডারের ১৮ রানে সহজ জয় নিশ্চিত হয়।
অ্যান্টিগার হয়ে কর্নওয়াল নেন ২ উইকেট। ওবেড ম্যাককয় ও আল্লাহ মোহাম্মদ গজনফার পান একটি করে। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে সাকিবের প্রভাব ছিল নগণ্য। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।
বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৫টায় সাকিবদের পরবর্তী ম্যাচ বার্বাডোস রয়্যালসের বিপক্ষে।