দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার কোলে থাকা শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌর শহরে সোনালী ব্যাংক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (২৭) ও তার দুই মাস বয়সি ছেলে রিয়াদ কাইফ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোলাম রাব্বানী মোটরসাইকেলে করে তার স্ত্রী ও দুই মাসের শিশু সন্তানকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই কোহিনুর ও রিয়াদের মৃত্যু হয়। আহত গোলাম রাব্বানীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।