দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল বাবু) মারা গেছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হিলির পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল এ তথ্য নিশ্চিত করেছেন।
অশিত কুমার শ্যানাল জানান, ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।