আন্তর্জাতিক

ধসে পড়েছে সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ 

ভারতের দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে পড়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে ৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে দিল্লি ফায়ার সার্ভিস। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এ তথ্য জানিয়েছে।

দিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছে, দিল্লির নিজামউদ্দিন এলাকায় অবস্থিত মোঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে পড়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আটকেপড়াদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।  

সম্রাট হুমায়ুনের সমাধি ১৬ শতকের মধ্যভাগে নির্মিত মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন।