সারা বাংলা

মুজিবনগরে অস্ত্রসহ ইমান ডাকাত গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন-সহ ১১ মামলার আসামি ইমান ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

শুক্রবার (১৫ আগস্ট) মধ্যরাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, ডাকাতি, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে।

সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে ইমান আলীর বাড়ি ঘেরাও করে। সেসময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে সেনা সদস্যরা। পরে তাকে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে। এর আগে তার বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।”