ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের পঞ্চম দিনে ১৮ জন ফরম নিয়েছেন। এছাড়া হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৩ জন।
এর মধ্যে, কেন্দ্রীয় সংসদে ভিপি পদে চারজন, সম্পাদক পদে তিনজন এবং সদস্য পদে ১১ জন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, “এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬১ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৪ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুজন, সম্পাদক পদে ২১ জন এবং সদস্য পদে ২৩ জন। মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন।”
এ ছাড়া ডাকসুর বিভিন্ন পদে এখন পর্যন্ত ছয়জন নারী শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, “তাদের মধ্যে ভিপি পদে একজন, সহ-সাধারণ সম্পাদক পদে একজন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে একজন, গবেষণা ও প্রকাশনা পদে একজন এবং দুজন সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।”
নারীদের ভোটকেন্দ্র পরিবর্তনের দাবির বিষয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “ভোটকেন্দ্র পরিবর্তনের বিষয়ে একটা আবেদন এসেছে। আগামীকাল বিকেলে এ সংক্রান্ত একটা সভা আছে। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভোটকেন্দ্রে কোনো জটলা যেন তৈরি না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারে, তা নিশ্চিত করা হবে “
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।