সারা বাংলা

দৌলতপুরে বানভাসী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ 

কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ইউনিয়নের কয়েকটি পয়েন্টে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী খাদ্যসমগ্রী বিতরণ করেন।

বিতরণ করা খাদ্যের মধ্যে ছিল- ১০ কেজি চাল, চিড়া, মুড়ি, চিনি এবং ওষুধ। 

মানিকের চরের দুই পাড়, রহিম সিকদারের ঘাট ও বাজুমারা চরের একাংশের বানভাসী নারী ও পুরুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। 

এলাকাবাসী জানান, সাহায্য প্রার্থীর চেয়ে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী অপ্রতুল হওয়ায় অনেককে নিরাশ হয়ে ফিরে যেতে হয়।

ইউএনও মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, “বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য ইতোমধ্যে সব প্রকারের ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।” 

স্থানীয়দের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। আমরা সরকারের পক্ষ থেকে সাহায্য করতে প্রস্তুত। বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

ত্রাণ বিতরণকালে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক নজরুল মেম্বর, ওয়ার্ড মেম্বার শহিদুল, ইসলাম, মেহের সিকদার, রহিম সিকদার  ও মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।