লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কাকে ৩-০ গোলে হারাল কাতালান ক্লাবটি। তবে এই জয়ের পরও সন্তুষ্ট হতে পারলেন না কোচ হান্সি ফ্লিক।
ম্যাচের শুরু থেকেই মায়োর্কা বিপাকে পড়ে। সপ্তম মিনিটেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া প্রথম গোল করেন। এরপর ২৩ মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন। তবে বিরতির আগেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৩৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার মানু মোরলানেস। এরপর ৩৯তম মিনিটে সরাসরি লাল কার্ড পান কসোভোর ফরোয়ার্ড ভেদাত মুরিচি। ফলে প্রথমার্ধেই ৯ জনের দলে পরিণত হয় মায়োর্কা।
লা লিগার ১০৯ বছরের ইতিহাসে প্রথমার্ধে দ্বিতীয়বারের মতো দুটি লাল কার্ড দেখে মায়োর্কা, আর কাকতালীয়ভাবে প্রতিপক্ষ তখনও বার্সেলোনাই।
দুই খেলোয়াড় কম থাকা মায়োর্কার বিপক্ষে বার্সার গোলের বন্যা আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে (৯৪তম মিনিটে) লামিনে ইয়ামাল তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।
এদিকে নতুন সাইনিং মার্কাস রাশফোর্ডও এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামেন। তবে অভিষেক ম্যাচে গোল পাননি ইংলিশ ফরোয়ার্ড।
ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক বলেন, “তিনটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের খেলার ধরণ মোটেও ভালো লাগেনি। প্রতিপক্ষ ৯ জনে নেমে যাওয়ার পরও আমরা মাত্র ৫০ শতাংশ খেলতে পেরেছি। এর চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য আমাদের ছিল।”
গত মৌসুমে লা লিগায় ১০২ গোল করা বার্সা প্রস্তুতি ম্যাচগুলোতেও দারুণ ফর্মে ছিল। তবে মৌসুমের প্রথম ম্যাচে প্রত্যাশিত আধিপত্য না দেখাতে খানিকটা হতাশই হয়ে পড়েছেন কাতালান কোচ।