অর্থনীতি

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ। গত ১৪ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ব্যাংক সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।

পদত্যাগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও গণমাধ্যমকর্মীদের ফোন ধরেননি শেখ মোহাম্মদ মারুফ। তবে বিষয়টি নিশ্চিত করে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ‍“বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে ব্যর্থ হয়েছেন শেখ মোহাম্মদ মারুফ। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”