রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পরিদর্শক রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ছুটে যায়। তবে সড়কে প্রচণ্ড যানজট থাকায় যেতে দেরি হয়।
এদিকে, ঘটনাস্থলে দেখা যায়, ফিলিং স্টেশনে লাগা আগুন দাউ দাউ করে জ্বলছিল। আগুনের স্ফুলিঙ্গ অনেক উঁচুতে উঠতে দেখা যায়।
ইউরেকা ফিলিং স্টেশনের কর্মচারী আল আমিন গণমাধ্যমকে জানান, গাড়ি থেকে ট্যাংকে তেল নামানো হচ্ছিল, ওই সময় আগুন লাগে।