সারা বাংলা

নদী উত্তাল: ভোলার ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

মৌসুমি বায়ুর প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ভোলার ২০টি অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার (১৭ আগস্ট) বিকেল থেকে এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসীম উদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিকেল সাড়ে ৫টা থেকে ভোলার ২০টি অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’’

তবে, স্বাভাবিক রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল। স্বাভাবিক রয়েছে ফেরি চলাচলও।